NarayanganjToday
ফতুল্লার সেই ‘ব্রাজিল বাড়িতে’ উৎসবের আমেজ, সন্ধ্যায় বসবে মেলা

ফতুল্লার সেই ‘ব্রাজিল বাড়িতে’ উৎসবের আমেজ, সন্ধ্যায় বসবে মেলা

নারায়ণগঞ্জ টুডে’কে তিনি জানান, “ব্রাজিলের বিখ্যাত ‘গ্লোবো’ টেলিভিশন চ্যানেলের তিন সাংবাদিক বাংলাদেশের বিভিন্ন জেলা ঘুরে ঘুরে ব্রাজিল সমর্থকদের উন্মাদনা দেখবেন এবং সেসব ধারণ করে দেশটির ওই চ্যানেলে প্রচার করবেন।” সিলভা আরও বলেন, “শুক্রবার (২২ জুন) ওই তিন সাংবাদিক যাবেন নারায়ণগঞ্জের ফতুল্লায় অবস্থিতি ‘ব্রাজিল বাড়ি’ পরিদর্শনে। বাড়িটির উপর সচিত্র প্রতিবেদন তৈরি করবেন তাঁরা। এবং এদিন সন্ধ্যায় শুরু হওয়া ব্রাজিল ও কোস্টারিকার খেলাটি এ বাড়িতেই উপভোগ করবেন ওই তিন সাংবাদিক। তাঁরা ২৫ জুন দেশে ফিরে যাবেন।”...

আরও পড়ুন
উপরে