NarayanganjToday

শিরোনাম

আলীগঞ্জ ও শ্যামপুরের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ


আলীগঞ্জ ও শ্যামপুরের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ

আলীগঞ্জ সোনালী অতীত ও শ্যামপুর সোনালী অতীতের মধ্যকার প্রতী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ আগস্ট) বিকেল ৪ টার দিকে আলীগঞ্জ মাঠে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

আলীগঞ্জ ক্লাবের উদ্যোগে আয়োজিত প্রীতি ম্যাচটি উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। পুরো খেলাজুড়েই ছিলো টানটান উত্তেজনা। তবে ১-১ গোলে ম্যাচটি ড্র হয়।

আলীগঞ্জ সোনালী অতীত ক্লাবের অধিনায়ক ছিলেন হাজি নুরুল ইসলাম, সহ অধিনায়ক হাজি আরিফুল ইসলাম, টিম ম্যানেজার সামসুল ইসলাম সামুল এবং কোচের দায়িত্ব পালন করেন মো. ফরিদ আহাম্মদ।

অপরদিকে শ্যামপুর সোনালি অতীত ক্লাবের অধিনায়ক ছিলেন মো. হারুন, সহ অধিনায়ক মো. মুরাদ হোসেন এবং টিম ম্যানেজার ছিলেন মো. সাইদ।

আলিগঞ্জ ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন হাজি হালিম খান, মো. হুমায়ুন কবির, হাজি মো. শামীম, মো. ওয়াসিম, মো. মনির প্রমূখ।

খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন তিনজন। এরমধ্যে শ্যামপুরের বাঁধন এবং আলীগঞ্জের হাজি আরাফ ও নূরুল ইসলাম।

৭ আগস্ট, ২০১৮/এসপি/এনটি

উপরে