NarayanganjToday

শিরোনাম

ডিসি গোল্ডকাপ : নয়ামাটিকে হারিয়ে ফাইনালে গোগনগর


ডিসি গোল্ডকাপ : নয়ামাটিকে হারিয়ে ফাইনালে গোগনগর

ফতুল্লার আলীগঞ্জ খেলার মাঠে ডিসি কাপ গোল্ডকাপ টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাইল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ আগস্ট) বিকেল তিনটার দিকে এই খেলায় পাগলা নয়মাটি ক্রীড়া চক্রের মুখোমুখি হয় গোগনগর ক্রীড়া চক্র।

খেলাটি নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে গড়ায়। এতে ৩-২ গোলে নয়ামাটিকে পরাজিত করে ফাইনালে পৌঁছে যায় গোগনগর।

গোগনগরের গোলকিপার আলামি ও নয়ামাটির মো. মাসুমকে সেড়া খেলোয়াড় ঘোষণা করা হয়। তাঁদের হাতে পুরস্কার তুলে দেন শ্রমীক লীগ নেতা কাউসার আহম্মেদ পলাশ।

এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক হাজি নুরুল ইসলাম টুর্নামেন্ট কমিটির আহবায়ক হাজি আরিফুল ইসলাম সদস্য সচিব মো. শামীম, সহসভাপতি মো. ফরিদ মিয়া, সদস্য মো. ওয়াসিম,  জেলা শ্রমিক লীগের সিনিয়র সহ সভাপতি মো. হুমায়ুন কবির, শ্রমিক নেতা ইদ্রিস, মো. রুহুল আমিন প্রমূখ।

৪ আগস্ট,২০১৮/এসপি/এনটি

উপরে