NarayanganjToday

শিরোনাম

এ খেলাতে ছোট-বড় বলতে কোনো দল নেই


এ খেলাতে ছোট-বড় বলতে কোনো দল নেই

আগামী মাসে ভারতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজ সামনে রেখে মিরপুরে অনুশীলন ক্যাম্প করছে টাইগাররা। আগামী দুই-তিন দিনের মধ্যে এই সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টি-টোয়েন্টি আফগানিস্তান দারুণ ক্রিকেট খেলছে। তাছাড়া আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে তারা এখন বাংলাদেশের উপরে রয়েছে। আফগানিস্তান দলে বেশ কয়েকজন খেলোয়াড় আছে যারা বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেটে অংশ নিয়ে থাকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) কয়েকজন আফগান ক্রিকেটার অংশ নিয়েছেন। বর্তমান সময়ে আফগানিস্তান দলের দুইজন তরুণ স্পিনার রশীদ খান ও মুজিব উর রহমান বড় বড় ব্যাটসম্যানদের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছেন।

তবে, এসব নিয়ে কিছুই ভাবছেন না টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার মতে, টি-টোয়েন্টিতে ছোট বা বড় কোনো দল নেই। নির্ধারিত দিনে যারাই ভালো খেলবে তারাই জিতবে।

বৃহস্পতিবার মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি, টি-টোয়েন্টি ক্রিকেটে ছোট বা বড় কোনো দল নেই। আপনি যদি ম্যাচের দিন ভালো খেলেন তাহলে যেকোনো দলকে হারানো সম্ভব।’

তিনি আরও বলেন, ‘আমরা আগেও রশীদ খানের বল খেলেছি। তাদের বোলিং লাইন আপে যেমন ভ্যারিটি আছে, আমাদের ব্যাটিং লাইন আপেও তেমন ভ্যারিটি আছে। তাদের মোকাবেলা করার মতো সক্ষমতা আমাদের ব্যাটসম্যানদের আছে।’

মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘আমরা আমাদের ব্যাটিং ডেপথের প্রতি গুরুত্ব দিব। আমরা নিদাহাস ট্রফিতে যেমন খেলেছি এই সিরিজেও যদি তেমন খেলতে পারি তাহলে আশা করি ইতিবাচক ফলাফল আসবে।’

১৭ মে, ২০১৮/এসপি/এনটি

উপরে