NarayanganjToday

শিরোনাম

করোনায় মৃত্যু হার সর্বোচ্চ সিটি করপোরেশনে, দ্বিতীয় সোনারগাঁয়


করোনায় মৃত্যু হার সর্বোচ্চ সিটি করপোরেশনে, দ্বিতীয় সোনারগাঁয়

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ জেলার পাঁচটি উপজেলার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর হার সোনারগাঁয়ে। এখানে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৪৯ জন আর মারা গেছেন ১২ জন। গড় শতাংশে মৃত্যুর হার ৩ দশমিক ৪৩।

রোববার (১৪ জুন) সকালের দিকে এই তথ্য জানিয়েছে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়। এই হিসেব রেকর্ড হয়েছে ১৩ জুন মে সকাল আটটা থেকে ১৪ জুন সকাল আটটা পর্যন্ত।

সূত্র মতে, জেলার মধ্যে সর্বোচ্চ আক্রান্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে। এখানে এ পর্যন্ত আক্রান্ত রেকর্ড করা হয়েছে ১৪৬৮ জন আক্রান্ত হয়েছেন। এখানে মৃত্যু সর্বোচ্চ ৫৬ জন। যার গড় শতাংশ ৩ দশমিক ৮১। যা জেলার মধ্যে সর্বোচ্চ মৃত্যু রেকর্ড।

তৃতীয় সর্বোচ্চ মৃত্যু রেকর্ড করা হয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলায়। এখানে মৃত্যুর গড় শতাংশ ১ দশমিক ৮৮। এ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬২ জন।

অন্যদিকে আড়াইহাজার উপজেলায় এ পর্যন্ত ৩৬৮ আক্রান্ত হয়েছে, মারা গেছে ৩ জন। এছাড়া এখানে সুস্থ হয়ে উঠেছেন ১১৮। রূপগঞ্জ উপজেলায় ৭০৪ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২ জন। এছাড়া এখানে সুস্থ হয়ে উঠেছেন ১৯২ জন। বন্দর উপজেলায় ১২৩ জন আক্রান্ত হয়েছন, মারা গেছেন ৩ জন। এখানে সুস্থ হয়ে উঠেছেন ৩০ জন।

এদিকে নারায়ণগঞ্জ জেলা থেকে গত ২৪ ঘণ্টায় ৩১৮ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। জেলা থেকে নমুনা সংগ্রহের মোট সংখ্যা ১৮ হাজার ৭৫৩ টি।

এখানে সর্বপ্রথম দুজনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে ৮ মার্চ। তারা দুজনই ছিলেন ইতালি প্রাবাসী। এবং প্রথম মৃত্যু রেকর্ড করা হয় ৩০ মার্চ। তিনি বন্দরের রসূলবাগ এলাকার বাসিন্দা।

১৪ জুন, ২০২০/এসপি/এনটি

উপরে