NarayanganjToday

শিরোনাম

রূপগঞ্জে এরশাদের আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে মিছিল


রূপগঞ্জে এরশাদের আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে মিছিল

হুসাইন মোহাম্মদ এরশাদের আদেশ অমান্য করায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে জাতীয় পার্টির নেতাকর্মীরা।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে কাঞ্চণ মায়ার বাড়ি এলাকায় উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে এ মানববনন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মীর আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি শফিউদ্দিন চৌধুরী, হান্নান ভুইয়া, সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ, রিপন মিয়া, আব্দুল্লাহ, কবির, দ্বীন ইসলাম, শফি চৌধুরী, আলী হোসেন খান, আলম বাদশা প্রমূখ।

এসময় সাইফুল ইসলাম বলেন, যারা পল্লীবন্ধু এরশাদের আদেশ অমান্য করবে আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। এরশাদ একজন সফল রাষ্ট্রপতি ছিলেন। তিনি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ন ভুমিকা রেখেছেন।

৮ সেপ্টম্বর, ২০১৯/এসপি/এনটি

উপরে