NarayanganjToday

শিরোনাম

ফতুল্লা রিফুজি পাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলেন লিটন


ফতুল্লা রিফুজি পাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলেন লিটন

নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন বৃহত্তর ফতুল্লার ৩নং ওয়ার্ডবাসীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফরিদ আহমেদ লিটন।

মঙ্গলবার (১৯ মে) বেলা সাড়ে ১১ টায় ওয়ার্ডের রিফুজি পাড়া এলাকায় স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুক আবিরের ব্যক্তিগত উদ্যোগে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রীগুলো বিতরণ করেন।

এ সময় ফরিদ আহামেদ লিটন বলেন, চলমান করোনা দূর্যোগে কর্মহীন হয়ে পড়ায় নিন্ম আয়ের মানুষগুলো চরম বিপাকে পড়েছে। এমতাবস্থায় সমাজের প্রতিটি স্বচ্ছল মানুষের উচিত এদের পাশে দাঁড়ানো। আবিরের মত একজন ক্ষুদ্র কর্মী তার সাধ্যনুযায়ী অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে, এজন্য আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

এ সময় আরো উপস্থিত ছিলেন ঠিকাদর আমির হোসেন ও স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুক আবির প্রমূখ।

১৯, ২০২০/এসপি/এনটি

উপরে