NarayanganjToday

শিরোনাম

আমরা একবেলা খেলে আপনারাও খাবেন : অ্যাড. সাখাওয়াত


আমরা একবেলা খেলে আপনারাও খাবেন : অ্যাড. সাখাওয়াত

করোনা পরিস্থিতিতে সরকার যে ৫০ লাখ অসহায় মানুষের মাঝে বিতরণের উদ্যোগ নিয়েছেন সেই টাকা অসহায় মানুষের মাঝে সম্পূর্ণ যাচ্ছেনা বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন খান।

সোমবার (১৮ মে) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (বন্দর) ২৪নং ওয়ার্ডের ৩ হাজার গরীব অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে ওই মন্তব্য করেন তিনি। বন্দর থানা তাঁতী দলের সার্বিক তত্ত্বাবধানে এই ঈদ সামগ্রীর মধ্যে ছিল আতপ চাল, পোলাও চাল, ডাল, তেল, সেমাই, চিনি, দুধসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।

বিএনপিকে জনগণের দল উল্লেখ করে অ্যাড. সাখাওয়াত হোসেন খান বলেন, মহানগরের কোনো গরীব অসহায় মানুষ না খেয়ে থাকবে না। এই মহামারীতে আমরা জনগণের পাশে রয়েছি। অসহায় মানুষ না খেয়ে থাকবে আর আমরা ঘরে বসে থাকবো সেই রাজনীতি আমরা অন্তত করি না।

সাধারণ মানুষজনকে বিশ্ব স্বাস্থ্য সংস্থান নির্দেশনাবলি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা ঘরে থাকুন, নিরাপদ থাকুন, ভয় পাবেন না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল আপনাদের পাশে আছে। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা আপনাদের সুখে দুঃখে পাশে আছি। আমরা এক বেলা খেলে আপনাদেরও এক বেলা খাবারের ব্যবস্থা করবো। আমরা তিন বেলা খেলে আপনাদেরও তিন বেলা খাবারের ব্যবস্থা করবো।

সাখাওয়াত বলেন, লকডাউনে কর্মহীন অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী আওয়ামী লীগের নেতারা লুটেপুটে খাচ্ছে। সরকার দেশের ৫০ লাখ দুস্থ মানুষকে বিকাশের মাধ্যমে টাকা দেওয়ার পরিকল্পনা করেছে অথচ এখানেও দুর্নীতি হচ্ছে। সরকারের এই টাকা হাতিয়ে নিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম ও মোবাইল নাম্বার জমা দেওয়া হয়েছে, সেসব তালিকায় খেটে খাওয়া অসহায় মানুষের নাম স্থান পায়নি।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি মনির হোসেন খান, যুগ্ম সম্পাদক সলিমুল্লাহ বাবুল, মহানগর বিএনপি নেতা মহিউদ্দীন শিশির, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান, জেলা যুবদলের সহ-সভাপতি পারভেজ মল্লিক, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাগর প্রধান, যুগ্ম সম্পাদক মনজুরুল আলম মুসা, কার্যকরী সদস্য সমরাট হোসেন সুজন, মহানগর তাঁতী দলের আহ্বায়ক মীর আলমগীর, সদস্য সচিব ইকবাল হোসেন, মহানগর শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান মন্টু প্রমুখ।

১৮ মে, ২০২০/এসপি/এনটি

উপরে