NarayanganjToday

শিরোনাম

নাসিককে টেক্স মওকুফের অনুরোধ করলেন শামীম ওসমান


নাসিককে টেক্স মওকুফের অনুরোধ করলেন শামীম ওসমান

করোনা সঙ্কটকালিন সময়ে সিটি করপোরেশন এড়িয়ার বাড়িগুলো টেক্স মওকুফ করে দেওয়ার অনুরোধ জানিয়েছেন সাংসদ শামীম ওসমান। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল তিনটার দিকে শহরের চাষাড়া রাইফেল ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই অনুরোধ করেন তিনি।

সিটি করপোরেশনের প্রতি অনুরোধ করে সাংসদ শামীম ওসমান বলেন, এই সময়ে যদি সম্ভব হয় তাহলে বাড়ির মালিকদের টেক্স নিয়েন না। অনেক ছোট ছোট দোকান রয়েছে, যেসব দোকান এখন বন্ধ। সম্ভব হলে তাদের টেক্স নিয়েন না।

নিজ নির্বাচনী এলাকার বাড়ির মালিকদের প্রতি অনুরোধ করে তিনি আরও বলেন, আপনারাও চেষ্টা করেন, যদি পারেন আপনাদের ভাড়াটিয়াদের এক মাসের, দুই মাসের বাড়ি ভাড়া মওকুফ করে দিয়েন। এটা যাকাত হবে। এই দানে আল্লাহও খুশি হবে।

এছাড়াও তিনি সংবাদ সম্মেলন থেকে জানিয়েছেন, সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় অসহায় দুঃস্থ মানুষদের জন্য তিনি ৯৯ লাখ ৯৯ হাজার টাকার খাদ্য সামগ্রী বিতরণ করবেন। নিজের লোক দিয়ে দরিদ্র মানুষের তালিকার কাজ করবেন বলেও তিনি জানান।

২ এপ্রিল, ২০২০/এসপি/এনটি

উপরে