NarayanganjToday

শিরোনাম

করোনা সংক্রমণরোধে সাখাওয়াতের মাস্ক ও লিফলেট বিতরণ


করোনা সংক্রমণরোধে সাখাওয়াতের মাস্ক ও লিফলেট বিতরণ

করোনাভাইরাস সংক্রমণরোধে বিনামূল্যে মাস্ক ও সচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ করেছেন মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন খান। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরের দিকে দলের পক্ষে আদালতপাড়ায় এই কর্মসূচি পালন করেন তিনি।

এই সময় সাখাওয়াত হোসেন খান বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনা কারাবন্দি বেগম জিয়াকে মুক্তি দেওয়া উচিৎ। তার বয়স বিবেচনায় তিনি স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। আমি মনে করি,এই অবস্থা থেকে পরিত্রান পাওয়ার জন্য তাকে মুক্তি দেওয়া দরকার।

তিনি আরও বলেন, বিএনপির পক্ষ থেকে আমরা দল-মত নির্বিশেষে জনগনের পাশে আছি, থাকবো। করোনাভাইরাস সংক্রমণরোধে আমরা সব সময় মাঠে থাকবো।

এ সময় তিনি বিএনপির সকল নেতাকর্মীদের মনোবলকে দৃঢ় করে জনগনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

এসময় তার সাথে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন শিকদার ও অ্যড. এইচ এম আনোয়ার প্রধান।

২৪ মার্চ, ২০২০/এসপি/এনটি

উপরে