NarayanganjToday

শিরোনাম

জাতির জনকের প্রতিকৃতিতে জেলা আ.লীগের শ্রদ্ধা, দোয়া


জাতির জনকের প্রতিকৃতিতে জেলা আ.লীগের শ্রদ্ধা, দোয়া

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল করেছে জেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালের দিকে দুই নং রেলগেট এলাকায় দলীয় কার্যালয়ের সামনে অবস্থিতি প্রতিকৃতিতে এই শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।

এছাড়াও দলীয় কার্যালয়ে দিবসটি উপলক্ষে কেক কাটা, দোয়া ও মিলাদ মাহফিল করেছে দলটির নেতৃবৃন্দ। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদলের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রহমান বাচ্চু, আরজু রহমান ভূঁইয়া, যুগ্ম সম্পাদক ইকবাল পারভেজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, দপ্তর সম্পাদক এমএ রাসেল, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু প্রমূখ।

১৭ মার্চ, ২০২০/এসপি/এনটি

উপরে