NarayanganjToday

শিরোনাম

প্রয়াত শামসুজ্জোহার প্রতিকৃতি নির্মাণের দাবি


প্রয়াত শামসুজ্জোহার প্রতিকৃতি নির্মাণের দাবি

জাতির জনকের ঘনিষ্ট সহচর, ভাষা সৈনিক শামসুজ্জোহার প্রতিকৃতি নির্মাণের দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর প্রজন্ম লীগের নেতাকর্মীরা।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ জেলা গ্রন্থাগার অডিটরিয়ামে একে এম শামসুজ্জোহার ৩৩ তম মৃত্যু বার্ষিকীর স্মরণ সভা ও মিলাদ মাহফিল পূর্ব আলোচনায় ওই দাবি জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।

স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো. বাদল। তিনি প্রতিকৃতি নির্মাণের পক্ষে মত দেন এবং এ ব্যাপারে সার্বিক সহযোগিতারও আশ্বাস দিয়েছেন।

মুক্তিযুদ্ধ প্রজন্ম নারায়ণগঞ্জ জেলা কমিটির আহবায়ক এইচ এম রাসেল এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, প্রধান আলোচক মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ কেন্দ্রীয় সংসদ এর চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামিউল্লাহ মিলন, কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ প্রজন্মের মহাসচিব মো. সেলিম রেজা, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, বীর মুক্তিযোদ্ধা সন্তান, প্রজন্ম সম্বনয় জাতীয় কমিটির জেলা আহবায়ক এনামুল হক ভূইয়া, মহানগর মহিলা লীগের সভাপতি ইশরাত জাহান স্মৃতিসহ প্রমুখ।

২৯ ফেব্রুয়ারি, ২০২০/এসপি/এনটি

উপরে