NarayanganjToday

শিরোনাম

মঙ্গলবার খালেদা জিয়া জামিন পাবেন কিনা


মঙ্গলবার খালেদা জিয়া জামিন পাবেন কিনা

ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানির দুই মামলায় বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া জামিন পাবেন কিনা, তা জানা যাবে মঙ্গলবার (১৮ জুন)।

সোমবার (১৭ জুন) জামিন আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার আদেশের জন্য রাখে।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন আইনজীবী কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান।

কায়সার কামাল বলেন, মানহানি ও ধর্মীয় অনুভূতি আঘাতের দুই মামলায় জামিন আবেদনের শুনানি শেষ হয়েছে। আগামীকাল আদেশের জন্য রেখেছেন আদালত।

দুই মামলাতেই গত বছরের ৩০ জুন খালেদা জিয়ার বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দেয় শাহবাগ থানা পুলিশ। দুই তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে গত ২০ মার্চ খালেদাকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করে আদালত।

এরপর খালেদা জিয়ার জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন তার আইনজীবীরা। গত ২২ মে জামিন আবেদন দুটি আদালতে উপস্থাপন করা হলে সোমবার শুনানির জন্য রাখা হয়েছিল।

১৭ জুন,২০১৯/এমএ/এনটি

উপরে