NarayanganjToday

শিরোনাম

দেশে করোনায় আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬


দেশে করোনায় আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬

দেশে করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা চারজনে। নতুন করে করোনাভাইরাসে আরও ৬ জন আক্রান্ত হয়েছেন। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জন।

মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, দেশে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৩৯ জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন। মৃতের সংখ্যা চারজন। চিকিৎসাধিন রয়েছেন ৩০ জন।

২৪ মার্চ, ২০২০/এসপি/এনটি

উপরে