NarayanganjToday

শিরোনাম

শ্রীদেবী কন্যা ও শহিদ কাপুরের ভাইয়ের উদ্দাম নাচ ভাইরাল


শ্রীদেবী কন্যা ও শহিদ কাপুরের ভাইয়ের উদ্দাম নাচ ভাইরাল

‘ধড়ক’ দিয়ে বলিউডে এন্ট্রি নিয়েছেন ঈশান খটটর এবং জাহ্নবী কাপুর। ইতিমধ্যেই সিনেমার ট্রেইলার মুক্তি পেয়েছে। সেই সঙ্গে মুক্তি পেয়েছে ‘ধড়ক’-এর গান ‘জিঙ্গাত’। যা নিয়ে উচ্ছ্বসিত বলিউড।

‘জিঙ্গাত’ মুক্তির অনুষ্ঠানে ঈশান এবং জাহ্নবীকে একেবারে অন্যরকম মনে হয়। কিন্তু, ‘জিঙ্গাত’-এর মুক্তির আগে কেমন করে তার রিহার্সাল করেছিলেন ঈশান-জাহ্নবী, সেই ঝলক দেখলেও অবাক হয়ে যাবেন।

আলোচিত সেই নাচ দেখতে এখানে ক্লিক করুন

এদিকে ঈশান এবং জাহ্নবীর ‘ধড়ক’ নিয়ে উচ্ছ্বসিত বলিউড। বলিউডে এন্ট্রি নিয়ে শাহিদ কাপুরের ভাই এবং শ্রীদেবী কন্যা কি বাজিমাত করতে পারবেন, তা সময়ই বলবে।

তবে ‘ধড়ক’ দিয়ে শ্রীদেবী কন্যা বলিউডে নতুন এন্ট্রি নিলেও, ইরানিয়ান পরিচালক মাজিদ মাজিদির সিনেমায় দেখা যায় শাহিদ কাপুরের ভাই ঈশান খটটরকে।

১ জুলাই, ২০১৮/এসপি/এনটি

উপরে