NarayanganjToday

শিরোনাম

`ঝুমা বৌদি’র নাচে কাঁপলো পুরো নেট দুনিয়া


`ঝুমা বৌদি’র নাচে কাঁপলো পুরো নেট দুনিয়া

এর আগে এক অন্তর্বাস কোম্পানির বিজ্ঞাপনে অজয় দেবগনের 'লম্বা টিকেগি' গানটি বেশ জনপ্রিয় হয়েছিল। পরবর্তীকালে সেই 'লম্বা টিকেগি' গানের সঙ্গে মজা করে নেচেছিলেন সানি লিওন। সানির সেই নাচ নিমেষে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল।

এবার সেই 'টম্বা টিকেগি' গানের নাচেই নেটদুনিয়া কাঁপালেন 'দুপুর ঠাকুরপো' খ্যাত ঝুমা বৌদি, ওরফে মোনালিসা। তিনি নিজেই তাঁর সেই নাচ ইনস্টগ্রামে পোস্ট করেছেন মোনালিসা। যেখানে তাঁকে একটা সাদা অফ শোল্ডার টপ ও হট প্যান্ট পরে নাচতে দেখা গেছে। ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গে নিমেষে সেটি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।

ঝুমা বৌদির সেই আলোচিত নাচ দেখতে ক্লিক করুন এখানে

প্রসঙ্গত, 'দুপুর ঠাকুরপো' খ্যাত মোনালিসা 'বিগ বস ১০'-এর প্রতিযোগীও ছিলেন। পাশাপাশি ভোজপুরী সিনেমার জগতেও মোনালিসা ওরফে অন্তরা বিশ্বাস অত্যন্ত জনপ্রিয়। মোনালিসা মাঝে মধ্যেই নিজের সোশ্যাল সাইটে নিজের বিভিন্ন ধরনের ভিডিও ছবি পোস্ট করে থাকেন। কিছুদিন আগেই তাঁর পোস্ট করা একটি ভিডিওতে তাঁকে হাবি বিক্রান্ত সিং রাজপুতের সঙ্গে দেখা গিয়েছিল।

১ জুলাই, ২০১৮/এসপি/এনটি

উপরে