NarayanganjToday

শিরোনাম

বিকেএমইএ নির্বাচনে সেলিম ওসমানসহ ২৯ জনের মনোয়নপত্র সংগ্রহ


বিকেএমইএ নির্বাচনে সেলিম ওসমানসহ ২৯ জনের মনোয়নপত্র সংগ্রহ

বিকেএমইএ-এর পরিচলনা পর্যদ নির্বাচন (১৯-২১) এর জন্য সেলিম ওসমানসহ ২৯ জন মনোনয়নপত্র ক্রয় করেছেন। সাংসদ সেলিম ওসমান সম্মিলিত নীট ফোরামের পক্ষে এই মনোনয়নপত্র ফরম সংগ্রহ করেন।

তিনি ছাড়াও এই নির্বাচনের জন্য আরও ২৯ জন মনোনয়নপত্র ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন, মনসুর আহমেদ, মঞ্জুরুল হক, মোহাম্মদ হাতেম, আবু আহমেদ সিদ্দিক, জি এম ফারুক, মোস্তফা জামাল পাশা, অমল পোদ্দার, মোরশেদ সারোয়ার সোহেল, আশিকুর রহমান, খন্দকার সাইফুল ইসলাম, মো. সাহাদাত হোসেন ভূঁইয়া, নাসিমুল তারেক মঈন,  রতন কুমার সাহা, নন্দ দুলাল সাহা, মো. কবীর হোসেন, তারেক আফজল, ফজলে শামীম এহসান, মজিবুর রহমান, এম আই সিদ্দিক (সেলিম মাহবুব), মো. মোস্তফা মনোয়ার ভূঁইয়া, ইমরান কাদের তুর্য, গাওহার সিরাজ জামিল, রাজিব দাস সুজয়, মো. হাসান, আহমেদ নূর ফয়সাল, মির্জা আকবর আলী চৌধুরী।

এছাড়াও আরো ৩ জন ঐচ্ছিকভাবে মনোনয়নপত্র ক্রয় করেন। তারা হলেন আতাউর রহমান, জাকারিয়া ওয়াহিদ, রুদমিলা আল আমিন।

২১ সেপ্টেম্বর, ২০১৯/এসপি/এনটি

উপরে