NarayanganjToday

শিরোনাম

শীতলক্ষ্যায় নিখোঁজ আরাফাতের লাশ উদ্ধার,আটক ১


শীতলক্ষ্যায় নিখোঁজ আরাফাতের লাশ উদ্ধার,আটক ১

নগরীর টানবাজার স্কুল ঘাট সংলগ্ন নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ স্কুল ছাত্র তোয়াসিম আরাফাতের (১০) লাশ উদ্ধার করেছে মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের একদল ডুবরি। বৃহস্পতিবার (১৯ সেপ্টম্বর) বিকালে নগরীর বন্দর খেয়া ঘাট এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। 

নিহত তোয়াসিম আরাফাত দেওভোগ পশ্চিমপাড়া এলএন রোড  মুরাদ মিয়ার ভাড়াটিয়া রিতা আক্তারের ছেলে। সে  দেওভোগ পানির ট্যাংকি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র ছিলো।  

জানাগেছে, গতকাল বুধবার দুপুরের দিকে ফয়েজ আহম্মেদ মৃধা (৩০) নামের এক দুসর্ম্পকের মামার সাথে নগরীর টানবাজার স্কুল ঘাট সংলগ্ন নদীতে গোসল করতে গেলে তোয়াশিন নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করার পর না পেয়ে মামা ফয়েজ আমাম্মেদ মৃৃধা দুপুর ২টা দিকে তোয়াসিন এর মা রিতা আক্তারকে ঘটনাটি জানায়। 
নিখোঁজ হওয়ার খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করতে সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনেক খোঁজ খুজি করেও ছেলেটির কোন সন্ধান পায়নি।
 
পরে বৃহস্পতিবার বিকালে নগরীর বন্দর খেয়া ঘাট এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।  এ ঘটনায় শিশুটির দুসর্ম্পকের মামা ফয়েজ আহম্মেদ মৃধাকে আটক করেছে পুলিশ।

উপরে