NarayanganjToday

শিরোনাম

৪শ পিস ইয়াবাসহ গ্রেফতার যুবক রিমান্ডে


৪শ পিস ইয়াবাসহ গ্রেফতার যুবক রিমান্ডে

সোনারগাঁয়ে ৪’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী মো. মোশারফ হোসেনকে (৩২) ১ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে পুলিশ ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে শুনানি শেষে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মো. মোশারফ হোসেন চট্টগ্রাম জেলার গহিরা গ্রামের মো. কবির আহম্মেদের ছেলে।

রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল হাই। তিনি বলেন, সকালে আসামীকে পুলিশ ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করলে আদালত শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে সোনারগাঁ উপজেলার আষাঢ়িয়ার চর এলাকা থেকে ৪’শ পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে আটক করে পুলিশ।

১৬ সেপ্টেম্বর,২০১৯/এমএ/এনটি

উপরে