NarayanganjToday

শিরোনাম

পবিত্র আশুরার দিনে ভিপি বাদলের আলোচনা ও দোয়া


পবিত্র আশুরার দিনে ভিপি বাদলের আলোচনা ও দোয়া

পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নগরীর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় এবারো এ অনুষ্ঠানের আয়োজন করেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাড. আবু হাসনাত সহিদ মো: বাদল ওরফে ভিপি বাদল।

আলোচনা সভায় তিনি বলেন, পবিত্র আশুরা বিশ্বেও মুসলমানগণ যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করে থাকে। শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে তাদের এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে রয়েছে। কারবালার এই শোকাবহ ঘটনা ও পবিত্র আশুরার শাশ্বত বাণী সকলকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও সুন্দরের পথে চলতে প্রেরণা যোগায়।

তিনি বলেন, ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম উল্লেখ করে তিনি আরও বলেন, এখানে হানাহানি, হিংসা, বিদ্বেষ বা বিভেদের কোনো স্থান নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দেশবাসীকে জাতীয় জীবনে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে আশুরার মহান শিক্ষার প্রতিফলন ঘটাতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

আলোচনা শেষে কারবালার ময়দায়ে শহীদদের স্মরণে ও দেশবাসীর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
 

উপরে