NarayanganjToday

শিরোনাম

রূপগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার


রূপগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

রূপগঞ্জে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ অক্টোবর) ভোরে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম জানান, সকালে রূপগঞ্জ উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের কুশাব জামে মসজিদের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান ইনচার্জ রফিকুল।

অপরদিকে কুশাব জামে মসজিদের ঈমাম মাওলানা মতিনের কথায় ওঠে আসে ভিন্নতা। তিনি জানান, ফজরের নামাজের আগেই ঘটনাস্থলে পুলিশের একাধিক গাড়ি তিনি দেখতে পেয়েছিলেন। পরে নামাজ শেষে পোশাকধারী পুলিশ সড়কটি বন্ধ করে দেয়। এর কিছুক্ষণপরই লাশটি পড়ে থাকতে দেখা যায়। এরপর সকাল আটটার দিকে আরেকদল পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

২১ অক্টোবর, ২০১৮/এসপি/এনটি

উপরে