NarayanganjToday

শিরোনাম

নারায়ণগঞ্জে দুদিনে করোনামুক্ত হয়েছেন ৪৮৫ জন


নারায়ণগঞ্জে দুদিনে করোনামুক্ত হয়েছেন ৪৮৫ জন

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় আরও ২৫৯ জন করোনামুক্ত হয়েছেন। এ নিয়ে জেলাজুড়ে করোনা জয়ীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৯৭ জনে। কেবল মাত্র গত দুদিনেই এখানে করোনামুক্ত হয়েছেন ৪৮৫ জন।

সোমবার (১৫ জুন) সকালের দিকে এই তথ্য জানিয়েছে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়। এই হিসেব রেকর্ড হয়েছে ১৪ জুন মে সকাল আটটা থেকে ১৫ জুন সকাল আটটা পর্যন্ত।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন সূত্র জানায়, বৃহস্পতিবার পর্যন্ত জেলাজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ৪১২৭ জন। মারা গেছে ৯৬ জন। এছাড়া এরমধ্যে সুস্থ হয়ে উঠেছে ১৭৯৭ জন। সর্বশেষ সুস্থ হয়ে উঠেছে ২৫৯।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন সূত্র জানায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের এলাকায় সর্বোচ্চ ১৪৭৯ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া এখানে মৃত্যুও সর্বোচ্চ ৫৬ জন। আবার এখানে সুস্থতার সংখ্যাও সর্বোচ্চ ৯৩২ জন।

এছাড়া নারায়ণগঞ্জ সদর উপজেলায় সদর উপজেলায় ১০৭০ জন আক্রান্ত, এখানে মারা গেছেন ২০ জন। এছাড়া এখানে সুস্থ হয়ে উঠেছেন ৪৭১ জন।

অন্যদিকে আড়াইহাজার উপজেলায় এ পর্যন্ত ৩৮১ আক্রান্ত হয়েছে, মারা গেছে ৩ জন। এছাড়া এখানে সুস্থ হয়ে উঠেছেন ১১৯। রূপগঞ্জ উপজেলায় ৭২৩ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২ জন। এছাড়া এখানে সুস্থ হয়ে উঠেছেন ১৯২ জন।

সোনারগাঁ উপজেলায় ৩৫১ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১২ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৫৩ জন। বন্দর উপজেলায় ১২৩ জন আক্রান্ত হয়েছন, মারা গেছেন ৩ জন। এখানে সুস্থ হয়ে উঠেছেন ৩০ জন।

এদিকে নারায়ণগঞ্জ জেলা থেকে গত ২৪ ঘণ্টায় ৬৩৬ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। জেলা থেকে নমুনা সংগ্রহের মোট সংখ্যা ১৯ হাজার ৩৮৯ টি।

এখানে সর্বপ্রথম দুজনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে ৮ মার্চ। তারা দুজনই ছিলেন ইতালি প্রাবাসী। এবং প্রথম মৃত্যু রেকর্ড করা হয় ৩০ মার্চ। তিনি বন্দরের রসূলবাগ এলাকার বাসিন্দা।

১৫ জুন, ২০২০/এসপি/এনটি

উপরে