NarayanganjToday

শিরোনাম

৬১ মরদেহ সৎকারের পর করোনায় আক্রান্ত কাউন্সিলর খোরশেদ


৬১ মরদেহ সৎকারের পর করোনায় আক্রান্ত কাউন্সিলর খোরশেদ

করোনা পরিস্থিতিতে ধর্মবর্ণ নির্বিশেষে মরদেহের সৎকারে এগিয়ে আসা কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার (৩০ মে) দুপুরের দিকে তার করোনা পরীক্ষার রিপোর্ট থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এদিকে এর আগে তার স্ত্রীর দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়। বর্তমানে তিনি আইসোলেশনে থেকে চিকিৎসাসেবা নিচ্ছেন।

কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ তার করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তিনি বাড়িতে আইসোলেশনে রয়েছেন। এখান থেকেই তিনি চিকিৎসাসেবা নিবেন। তিনি আক্রান্ত হলেও তার টিমের অন্যান্যরা চলমান কার্যক্রম চালিয়ে যাবেন।

কাউন্সিলর আরও জানিয়েছেন, গতকাল পর্যন্ত তিনি ৬১ টি মরদেহের সৎকার সম্পন্ন করেছেন। কোনো অবস্থাতেই তার টিম থেমে যাবে না। তিনি তার সুস্থতার জন্য সকলের প্রতি দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, ২৩ মে কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের স্ত্রী আফরোজা খন্দকার লুনার দেহে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়। এছাড়াও খোরশেদের টিমের আরও দুই সদস্য করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। তারা হলেন, সোনা মিয়া এবং ইয়াসির সুলতান খাঁন।

৩০ মে, ২০২০/এসপি/এনটি

উপরে