NarayanganjToday

শিরোনাম

নারায়ণগঞ্জে আরও দুই কারা রক্ষীর করোনা পজিটিভ


নারায়ণগঞ্জে আরও দুই কারা রক্ষীর করোনা পজিটিভ

নারায়ণগঞ্জ কারাগারের আরও দুইজন কারা রক্ষীর দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে কারাগারটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৯ জন হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) এই তথ্য নিশ্চিত করেছেন জেল সুপার সুভাষ কুমার ঘোষ।

তিনি জানিয়েছেন, ১৯ মে ৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে বৃহস্পতিবার তাদের রিপোর্টে সেখানে দুজনের পজিটিভ নিশ্চিত হওয়া যায়। তাদের সংস্পর্শে থাকায় নতুন করে আরও ৯ জনের নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়েছে।

জেল সুপার আরও জানিয়েছেন, শুরুতে ১৬ মে করোনা উপসর্গ থাকায় একজন কারা রক্ষীর নমুনা পরীক্ষা করা হলে ১৮ মে তার পজিটিভ রিপোর্ট আসে। পরে তার সংস্পর্শে থাকা ৭ জনের নমুনা পরীক্ষা করা হলে ৬ জনকে পজিটিভ চিহ্নিত করা হয় মঙ্গলবার।

তিনি আরও জানিয়েছেন, আক্রান্তরা বর্তমানে ভালো আছেন। কিছু কারাগারের এবং বাকীরা ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আইসোলেশনে রয়েছেন। তারা শঙ্কামুক্ত।

২১ মে, ২০২০/এসপি/এনটি

উপরে