NarayanganjToday

শিরোনাম

বন্দ‌রে জিএম অারমা‌নের ঈদ সামগ্রী বিতরণ


বন্দ‌রে জিএম অারমা‌নের ঈদ সামগ্রী বিতরণ

প্রতি বছরের ন্যায় এবারও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জি.এম আরমানের ব্যাক্তিগত উদ্দেগ্যে বন্দরে দুই শতাধিক কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার বেলা ১১টায় বন্দর উপজেলার আলীনগর ওয়েল ফেয়ার এসোসিয়েশন প্রাঙ্গনে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। 

ঈদ সামগ্রী বিতরণ কালে আওয়ামীলীগ নেতা জি.এম আরমান বলেন, জনসেবা সবাই করতে পারেনা। জনসেবা করার জন্য মন লাগে। আমাদের সমাজে অনেক বৃত্তবান মানুষ রয়েছে। তারা জনসেবা থেকে নিজেকে বিরত রাখে। আমি তাদের উদ্দেশ্য বলব আপনারা নিজেকে জনসেবা থেকে নিজেকে বিরত না রেখে  সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ান। এই অসহায় মানুষরা আপনার দিকে তাকিয়ে রয়েছে আপনার সেবা পাওয়ার জন্য।

ঈদ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন সমাজ সেবক আলতাফ হোসেন, শহিদুল্লাহ চৌধূরী, বি.এ রোমান, দবির উদ্দিন চৌধূরী, মাহাবুব চৌধূরী, হালিম মোল্লা, রোমান, জসিম উদ্দিন, নিজাম ও আনোয়ার হোসেন প্রমুখ। 

উপরে