NarayanganjToday

শিরোনাম

নারায়ণগঞ্জে করোনায় আরও ৩ জনের মৃত্যু


নারায়ণগঞ্জে করোনায় আরও ৩ জনের মৃত্যু

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আরও তিন জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ জন।

রোববার (২৬ এপ্রিল) সকালের দিকে জেলা স্বাস্থ্য বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। এই হিসেব ২৫ এপ্রিল সকাল আটটা থেকে ২৬ এপ্রিল সকাল আটটা পর্যন্ত।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, আগের ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জ জেলাজুড়ে আক্রান্তের সংখ্যা ছিল ৬২৫ জন এবং মৃত্যুর সংখ্যা ছিল ৩৯। তবে, নতুন করে কোনো ব্যক্তি আক্রান্ত হয়েছেন কিনা, সে তথ্য নেই জেলা স্বাস্থ্য বিভাগের কাছে।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, তারা গত ২৪ ঘণ্টায় ২২৪ টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠিয়েছে। কিন্তু অদ্য পর্যন্ত তারা কোনো রিপোর্ট হাতে পায়নি। ফলে নতুন আক্রান্ত ব্যক্তিদের কোনো তথ্য তাদের জানা নেই।

আগের ২৪ ঘণ্টার হিসেবে, আড়াইহাজার উপজেলায় আক্রান্ত ১২ জন, সুস্থ ১। বন্দর উপজেলায় ৯ জন, মৃত্যু ১। রূপগঞ্জ ৯ জন, মৃত্যু ও সুস্থ ১। সদর উপজেলায় ১৩৩ জন, মৃত্যু ৯ এবং সুস্থ ৭। সোনারগাঁ উপজেলায় ১১ জন, ২ টি। নারায়ণগঞ্জ সিটি এলাকায় আক্রান্ত ৪২৭, মৃত্যু ২৫।

নারায়ণগঞ্জে ৮ মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ৩০ মার্চ আক্রান্ত এক নারীর মৃত্যু হয়।

২৬ এপ্রিল, ২০২০/এসপি/এনটি

উপরে