NarayanganjToday

শিরোনাম

ত্রান নিতে আসা বৃদ্ধার সঙ্গে যুবলীগ নেতার অশোভন আচরন (ভিডিও)


ত্রান নিতে আসা বৃদ্ধার সঙ্গে যুবলীগ নেতার অশোভন আচরন (ভিডিও)

সোনারগাঁ উপজেলায় ত্রান নিতে আসা এক বৃদ্ধার সঙ্গে উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর দুর্ব্যবহারের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এনিয়ে উপজেলার রাজনৈতিক অঙ্গনেও সমালোচনার ঝড় বইছে।  

ভিডিওতে দেখা যায়, করোনা ভাইরাসকে কেন্দ্র করে সোনারগাঁয়ের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু ও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর ত্রান বিতরন কর্মসূচীতে ত্রান নিতে লাইন ধরে দাঁড়িয়ে ছিলেন হতদরিদ্র মানুষেরা। এসময় জনৈক বৃদ্ধা ত্রান নিতে এগিয়ে গেলে রফিকুল ইসলাম নান্নু তাকে ধমক দিয়ে বের করে দেন। পরে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে উপজেলার রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় উঠে। 

রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, ত্রান বিতরনের সময় নিজেদের লোক বেছে বেছে ত্রান দেওয়া সমুচিত হয়নি। লোক দেখানো এই মানবতা মহত্বের লক্ষন নয়। এতে আল্লাহর সন্তুষ্টি ও মানুষের দোয়া অর্জন করা যায় না।  

 

উপরে