NarayanganjToday

শিরোনাম

পানি আছে সাবান নাই, উধাও করছে কারা?


পানি আছে সাবান নাই, উধাও করছে কারা?

শহর ও শহরতলীতে জনস্বার্থে হাত ধোয়ার জন্য পানি ও সাবানের ব্যবস্থা করেন কিছু ব্যক্তি ও সংগঠের উদ্যোগে। কিন্তু একশ্রেণির লোক সেসব স্থান থেকে সাবান উধাও করে দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার ও বুধবার শহর ঘুরে বেশ কয়েকটি স্থানে এমন অভিযোগের সত্যতাও পাওয়া যায়। দেখা গেছে পানি, বেসিন থাকলেও সাবান পাওয়া যায়নি অনেক স্থানে। এ সম্পর্কে যারা বা যে সংগঠনের পক্ষ থেকে এ ব্যবস্থা করা হয়েছে তাদের সাথে কথা বলে জানা গেছে, দিনে এমন করে দুই তিনটা সাবান উধাও হয়ে যাচ্ছে। ঠিক কারা নিচ্ছে সেটি বোঝা যাচ্ছে না। আসলে এসব সচেতনতার ব্যাপার।

সচেতন মহল বলছেন, করোনাভাইরাস সংক্রমণরোধে পথে ঘাটে মানুষ যে উদ্যোগ নিয়েছে তা মানবিকতা। কিন্তু এখান থেকে যারা সাবান উধাও করছেন তারা নিঃসন্দেহে নিকৃষ্ট মনের মানুষ। তবে, সচেতন মানুষ কখনও এমনটি করবে না। এসব যারা করছে তারা নিশ্চয় টোকাই, নিম্নশ্রেণির মানুষ হতে পারে। তবে, হাত ধোয়ার জন্য যে সাবান দেয়া হচ্ছে তা জালির মধ্যে ভরে বেঁধে দিলে এমনটা হওয়ার কথা নয়। এ বিষয়টা অবলম্বন করা যেতে পারে।

২৫ মার্চ, ২০২০/এসপি/এনটি

উপরে