NarayanganjToday

শিরোনাম

না.গঞ্জে প্রবাসিদের বাড়িতে লাল নিশানসহ আনসার বাহিনীর লিফলেট


না.গঞ্জে প্রবাসিদের বাড়িতে লাল নিশানসহ আনসার বাহিনীর লিফলেট

নারায়ণগঞ্জে প্রবাসীদের বাড়ী ‘লাল পতাকা’ দিয়ে চিহ্নিতকরনসহ জনসচেতনতায় লিফলেট বিতরণ করেছে জেলা আনসার বাহিনী। সোমবার (২৩ মার্চ) বিকালে এ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহা পরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ (পিএসসি, এনডিসি)’র নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট মকসুদ রসূল করোনাভাইরাস প্রতিরোধে সকল উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড দলপতি, দলনেত্রী এবং সদস্যদের মাধ্যমে বিদেশ থেকে আগত প্রবাসীদের বাড়ি লাল নিশানে চিহ্নিতকরনসহ জনসচেতনতায় লিফলেট বিতরণ করেন। এ ছাড়াও জনসাধারনের মাঝে হ্যান্ড স্যানিটেরাইজার বিতরণও করান।

এদিকে আনসার বাহিনীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন মানুষ। তারা মনে করেন, এ উদ্যোগের ফলে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কার কম থাকবে। এবং জনসচেতনতায় লিফলেট বিতরণ ও বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণের ফলে মানুষ উপকৃত হচ্ছে। এমন মহতি উদ্যোগ আনসার বাহিনী অব্যাহত রাখবে, এমনটাই আশা করছেন সচেতন মানুষ।

২৩ মার্চ,২০২০/এমএ/এনটি

উপরে