NarayanganjToday

শিরোনাম

নারায়ণগঞ্জে আরও একজন করোনাভাইরাস আক্রান্ত


নারায়ণগঞ্জে আরও একজন করোনাভাইরাস আক্রান্ত

নারায়ণগঞ্জের আরও একজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সোমবার (২৩ মার্চ) রাতে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহম্মেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, এখনও আমরা লিখিত কোনো তথ্য পাইনি। আইইডিসিআর-এর বরাত দিয়ে আমরা এটা জানাচ্ছি। লিখিত তথ্য পেলে পরে বিস্তারিত জানাতে পারবো।

এদিকে এ নিয়ে নারায়ণগঞ্জ জেলায় সর্বমোট তিনজন করোনাভাইরাস আক্রান্ত হলেন। তাদের দুজন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সিভিল সার্জন বলেন, এর আগে প্রথম ৮ মার্চ নারায়ণগঞ্জের দুজন করোনাভাইরাসে আক্রান্ত হন ইতালিফেরত একজ ব্যক্তি ও তার স্ত্রী। তারো ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এদিকে ভাইরাসটিতে সারা দেশে মৃতের সংখ্যা তিনজন। এবং সারা দেশে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৩ জন। এই তথ্য সোমবার সংবাদ সম্মেলন জানিয়েছেন ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

২২ মার্চ, ২০২০/এসপি/এনটি

উপরে