NarayanganjToday

শিরোনাম

করোনায় বাতিল লাঙ্গলবন্দ স্নানোৎসব


করোনায় বাতিল লাঙ্গলবন্দ স্নানোৎসব

এবার করোনাভাইরাস সংক্রমণরোধে স্থগিত করা হয়েছে বহ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীদের মহা-অষ্টামী স্নানোৎসব। ৩১ মার্চ ও পয়লা এপ্রিল এই উৎসবের জন্য দিন নির্ধারণ করা হয়েছিল। প্রতিবছর এই উৎসবকে ঘিরে বাংলাদেশসহ কয়েকটি দেশ থেকে প্রায় দশ লাখ মানুষের সমাগম হয়ে থাকে।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জসিম উদ্দিন জানিয়েছেন, করোনাভাইরাসের বিস্তাররোধে সাড়াদেশে সকল ধরনের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এ নির্দেশনা নারায়ণগঞ্জের সকল ইউএনও এবং ওসিদের জানিয়ে দিয়েছি। নারায়ণগঞ্জে প্রতিবছর হওয়া হিন্দু ধর্মাবলম্বীদের লাঙ্গলবন্দ অষ্টমী স্নানোৎসব বাতিল করতে নেতাদের অনুরোধ জানিয়েছি। তারা উৎসব বাতিল করেছেন।

মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নানোৎসব উদযাপন কমিটির সাধারন সম্পাদক সুজিৎ সাহা জানান, আগেই উৎসবের পরিসর ছোট করার চিন্তা করছিলাম। প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশের সাথে আমরা একমত। জেলা প্রশাসন জানানোর পর ভক্তদের অনুরোধ জানাচ্ছি উৎসবে না আসতে। ভক্তদের সেবায় দেশের নানা প্রান্ত থেকে লাঙ্গলবন্দে ত্রিশ-চল্লিশটি ক্যাম্প বসে। যারা এ সেবা দিতে আসেন তাদের ফোন দিয়ে জানিয়ে দিচ্ছি না আসার জন্য। পরিস্থিতি নিয়ে স্থানীয় এমপি, জেলা প্রশাসক, পুলিশ সুপারের সাথে জরুরি সভা করবো।

হিন্দু পুরাণ অনুযায়ী দেবতা পরশুরাম হিমালয়ের মানস সরোবরে গোসল করে মাতৃ হত্যার পাপমুক্ত হন। এরপর তিনি এ পবিত্র পানি লাঙ্গল দিয়ে চষে হিমালয় থেকে সমভূমিতে নামিয়ে আনেন। টানা লাঙ্গল চষে যেখানে এসে তিনি লাঙ্গল থামান বা বন্দ করেন সে স্থানটির নাম ‘লাঙ্গলবন্দ’। এটি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় পড়েছে। প্রতিবছর চৈত্র মাসের অষ্টমী তিথিতে লাখ লাখ ভক্ত পাপমোচনের আশায় এখানে এসে পুরনো ব্রক্ষ্মপুত্র নদে অষ্টমী স্নান করেন। এ উপলক্ষে এখানে বসে সাতদিনের অষ্টমী মেলা।

২১ মার্চ, ২০২০/এসপি/এনটি

উপরে