NarayanganjToday

শিরোনাম

ব্লু পিয়ার প্রসঙ্গে সিটি করপোরেশনের প্রতি সেলিম ওসমানের ক্ষোভ


ব্লু পিয়ার প্রসঙ্গে সিটি করপোরেশনের প্রতি সেলিম ওসমানের ক্ষোভ

ব্লু পিয়ারে মদ বিক্রির অভিযোগ উঠার পরও সিটি করপোরেশন কেন ব্যবস্থা গ্রহণ করেনি এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাংসদ সেলিম ওসমান। বৃহস্পতিবার (১৩ ফেব্রæয়ারি) দুপুরের দিকে চাষাড়া রাইফেল ক্লাবে ওলামা পরিষদের সাথে মতবিনিময়কালে ওই ক্ষোভ প্রকাশ করেন তিনি।

সাংসদের মেইল থেকে প্রেরিত বার্তায় বলা হয়, আমি বলবো ওই প্রতিষ্ঠানটি একটি ট্রেড লাইসেন্স নিয়েছে। রেস্টুরেন্ট ব্যবসা করবেন বলে। আর ট্রেড লাইসেন্সটি দিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। যখন মদ বিক্রির অভিযোগ উঠলো তখন সিটি কর্পোরেশন থেকে কেন ব্যবস্থা নেওয়া হলোনা।

যেখানে রাতের আধারে বিনা নোটিশে ব্যবসায়ীদের উচ্ছেদ করে দেয় উনারা সেখানে ওনারা কেন মদের বারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলেন না, সিটি করপোরেশনের উদ্দেশ্যে এমনও প্রশ্ন রাখেন সাংসদ সেলিম ওসমান।

তিনি বলেন, সাধারণ কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্য হতে হয়, তারা (ব্লু পিয়ার) সেটি করেননি, এমনকি কোনো আবেদনও করেননি।

ব্লু পিয়ারে মদের বার স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়ে এবং ওলামা পরিষদের নেতৃবৃন্দের সাথে একমত পোষণ করে সাংসদ সেলিম ওসমান আরও বলেন, নারায়ণগঞ্জ শহরের ওই জায়গায় এমন একটি প্রতিষ্ঠান চলতে দেওয়া হবেনা। যা কিনা আমাদের ভবিষ্যত প্রজন্ম অপরাধমূলক কাজের দিকে উৎসাহিত করবে। ভবিষ্যতে যাতে এমন প্রতিষ্ঠান গড়ে না উঠে সেই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে অনুরোধ রাখছি।

 যে কোনো পরিস্থিতিতে তিনি ওলামা পরিষদের নেতাদের শান্তি বজায় রাখার আহŸান জানান এবং আন্দোলনে নামার পূর্বে প্রশাসনের সাথে আলোচনা করার অনুরোধ রাখেন। এছাড়াও ওলামা পরিষদ নেতৃবৃন্দকে বিভিন্ন স্কুলে স্কুলে গিয়ে হালাল হারাম সম্পর্কে এবং এবাদত, রোজা সম্পর্কে দিকনির্দেশনা প্রদানেরও অনুরোধ করেন তিনি।

প্যারাডাইজ ভবনের মালিককে মানুষ ধিক্কার জানাচ্ছেন মন্তব্য করে সেলিম ওসমান বলেন, আপনি নিজের টাকায় বিল্ডিং বানিয়েছেন। কিন্তু সেখানে মদের বার ভাড়া দিয়েছেন। আপনাকে মানুষ ধিক্কার জানায়। আপনি পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ করেন। পুলিশ ব্যবস্থা নিবে। আমরা সহযোগিতা করবো।

ডিআইটি মসজিদের খতিব ও হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা আব্দুল আউয়ার এর সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, নারায়ণগঞ্জ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান, হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান রহমান প্রমূখ।

১৩ ফেব্রুয়ারি, ২০২০/এসপি/এনটি

উপরে